Wellcome to National Portal

প্রতি বছর ১লা নভেম্বর হতে ৩০শে জুন পর্যন্ত মোট ০৮ (আট) মাস ১০ ইঞ্চি বা ২৫ সে.মি. সাইজের ইলিশ মাছ (জাটকা) আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় দন্ডনীয় অপরাধ।আসুন আমরা জাটকা ইলিশ বর্জন করি। ইলিশ উৎপাদন বৃদ্ধি করি।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

মৎস্য বীজ  উৎপাদন খামার , সদর, ফরিদপুর


ভুমিকাঃ 

ফরিদপুর  মৎস্য বীজ  উৎপাদন  খামারটি জেলা শহর থেকে ০৪ কিলোমিটার দূরে ঢাকা-বরিশাল রোডের পশ্চিম পার্শে অবস্থিত। খামারটির আয়তন প্রায় ৬.৬৭ একর এবং পুকুরের জলায়তন প্রায় ৩.০০ একর। পরবর্তীতে ২০০২-২০০৩ সালে ৪র্থ মৎস্য প্রকল্পের অধীনে অবকাঠামো উন্নয়ন করা হয়। যার মধ্যে পকুর পুনঃখনন, হ্যাচারী ভবন নির্মান, গভীর নলকুপ ও ওভারহেড ট্যাংক নির্মান করা হয়। গভীর নলকুপটির পানিতে প্রচুর আয়রন থাকায় হ্যাচারী পরিচালনায় বিঘ্নতা সৃষ্টি হয়। ফলে হ্যাচারীর উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য পুকুরের পানির উপরই নির্ভর করতে হয়।

চলতি বৎসর ২০২৩-২৪ সালে গুনগত মানসম্পন্ন কার্প জাতীয় রেনু উৎপাদন ৪৫ কেজি, আয় ০.৮৫৫ লক্ষ টাকা, চাইনিজ কার্প (সিলভার, বিগহেড ও গ্রাস কার্প) এর রেনু ১৫ কেজি, আয় ০.২৮৫ লক্ষ টাকা, গুনগত মান সম্পন্ন কার্প জাতীয় পোনা উৎপাদন (সাইজ ১৩- ১৫ সেঃমিঃ) ০.৯৫ লক্ষ টি, আয় ৩.৮০ লক্ষ টাকা, দেশীয় প্রজাতীর শিং মাছের রেনু ০৫ কেজি, আয় টাকা ০.১৭৫ লক্ষ টাকা গুনগত মান সম্পন্ন কার্প জাতীয় পোনা উৎপাদন (সাইজ ৩- ৮ সেঃমিঃ) ০.৭৫ লক্ষটি আয় ০.৪৫৫ এবং পাবদা মাছচাষ ১০০ কেজি আয় ০.২৫ লক্ষ টাকা এবং অন্যান্য শাক সবজী ও ফলমুল হতে আয় ০.১০ লক্ষ টাকা, সর্বমোট  ৫.৯২ লক্ষ টাকা আয়ের  লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।


প্রশিক্ষন:

অত্র খামার থেকে জনসাধারন প্রশিক্ষন ও পরামর্শ নিয়ে নিজেরা মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছে। ফলে দিন দিন মাছের উৎপাদন ও মৎস্য চাষ বৃদ্ধি পাচ্ছে।


প্রযুক্তি হস্তান্তর, পরামর্শ প্রদান:

নব নব উদ্ভাবিত প্রযুক্তিসমূহ এলাকার জনসাধারনের মধ্যে হস্তান্তরের ক্ষেত্রে এবং এলাকার উৎসাহী মৎস্য চাষীদেরকে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের পরামর্শ প্রদানের মাধ্যমে পুকুরে মাছ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে খামারটি বিশেষ অবদান রেখে আসছে।


মৎস্য বীজ উৎপাদন খামারের সাধারণ তথ্যাবলী:

ক্রমিক নং বিষয় তথ্যাবলী
খামারের মোট আয়তন ৬.৬৭ একর (২.৭ হেক্টর)
খামারের জলয়াতন ৩.০০ একর (১.২১ হেক্টর)
খামারের পুকুর সংখ্যা ০৮টি
খামারের প্রতিষ্ঠা সাল ১৯৬৬ সাল
নতুন কার্প হ্যাচারী প্রতিষ্ঠা সাল ১৯৮২ সাল (কার্যক্রম শুরু হয় ১৯৮৬ সাল)
চিংড়ি হ্যাচারী আছে কিনা নাই
খামারের জনবল
ক্রমিক নং
পদের নাম পদ সংধ্যা
খামার ব্যবস্থাপক
০১ (কর্মরত)
ক্ষেত্র সহকারী
০১ (কর্মরত)
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ০১ (কর্মরত)
গাড়ী চালক
০১ (প্রেষণে মৎস্য ভবন, ঢাকায় সংযুক্ত)
পাম্প অপারেটর
০১ (কর্মরত)
হ্যাচারি এটেন্ডেন্ট ০১ (শুন্য)
অফিস সহায়ক
০১ (কর্মরত)
নিরাপত্তা প্রহরি ০১ (শুন্য)